আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

Logo
তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয়

তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয়

খেলা ডেস্ক :-

সিলেটে দিনের প্রথম ম্যাচেই ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন অ্যালেক্স হেলস, সাইফ হাসান, জাকের আলী অনিক, অ্যারন জোন্সরা। বিপিএলের এক ম্যাচে রেকর্ড ৩১ ছক্কায় দেখা গেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে। ২০৫ রানের লক্ষ্য রংপুর পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই। সিলেটের উইকেট কতটা ভালো সেটা বুঝাতে হয়ত আর খুব বেশি পরিসংখ্যানের প্রয়োজন নেই।

এমন উইকেটে যেমন ব্যাটিং প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করেছিলেন দুর্বার রাজশাহীর ব্যাটাররা। তবে সময় যত বেড়েছে রানের চাকায় যেন ততোই জ্যামে পড়েছেন এনামুল হক বিজয়রা। ফাহিম আশরাফ ও শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে যেন পেরেই উঠতে পারছিলেন না বিজয়, রায়ান বার্লরা। শেষ ৫ ওভারে এসেছে তাই মাত্রই ৩৫ রান। ভালো শুরুতে প্রথম ৬ ওভারে ৬০ রান তোলার পরও রাজশাহীকে তাই থামতে হয়েছে ১৬৮ রানে। 

উইকেট বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের জন্য। সেটা কঠিন হতেও দেননি বর্তমান চ্যাম্পিয়নরা। সুযোগ কাজে লাগাতে না পারা প্রীতম কুমার ফিরলেও পাওয়ার প্লেতে ঝড় তোলেন কাইল মেয়ার্স ও তামিম ইকবাল। যদিও মেয়ার্স ফিরেছেন ১১ বলে ২৪ রান করে। তবে একপ্রান্তে ঠিকই রাজশাহী বোলারদের বিপক্ষে রান বের করছিলেন তামিমকে। 

বরিশালকে ৭ উইকেটে জয় এনে দিয়ে বাঁহাতি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। তাকে সঙ্গ দেয়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বরিশাল। দুটি জয়ই অবশ্য রাজশাহীর বিপক্ষেই। অপর দিকে চার ম্যাচ খেলা বিজয়ের রাজশাহী মাত্র একটি ম্যাচ জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারিয়েছিল রাজশাহী।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com