আজ বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

Logo
News Headline :
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, দুই ওসি প্রত্যাহার নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন ঠান্ডা লাগে বরিশালে চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ববি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত কুয়াকাটায় উদ্বোধন হয়েছে মাস ব্যাপি পর্যটন মেলা  তজুমদ্দিনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
ঘরের মাঠে সিলেটের লজ্জার হার

ঘরের মাঠে সিলেটের লজ্জার হার

খেলা ডেস্ক :-

হারের বৃত্তে আটকে আছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠেও ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সিলেট।

আজ মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২৫ রান তোলে সিলেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

অল্প রান তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ফরচুন বরিশাল। রাকিম কর্নওয়েলের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তামিম ইকবাল। পরের ওভারে ৩ বলে ৪ রান করে নাজমুল হোসেন শান্তও একইভাবে আউট হন তানজিম হাসান সাকিবের বলে। এ ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকাতেও দেখা যায় শান্তকে।  

দুজনকে হারানোর পর অবশ্য আর বিপদে পড়তে হয়নি বরিশালকে। কাইল মেয়ার্সের সঙ্গে জুটি গড়ে হৃদয় দলের জয়কে নিয়ে আসে খুব কাছাকাছি। চার রান দূরে থাকতে ২৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন হৃদয়। তার সঙ্গে ১১৬ রানের জুটি ছিল মেয়ার্সের। ৫ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৫৯ রান করেন মেয়ার্স।  সিলেটের হয়ে তানজিম হাসান সাকিব ২ উইকেট ও রাকিম কর্নওয়াল একটি উইকেট পান।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। শূন্য রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার। তার বিদায়ের ধাক্কা সামাল দেন রাকিম কর্নওয়াল-জাকির হাসান জুটি। পরে শাহীন আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফেরেন কর্নওয়াল।

এরপর দলীয় ৭৬ থেকে ৮৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি।  

৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক আরিফুল হক। ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।

বরিশালের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com