আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

Logo
গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে থাইল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে থাইল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে ব্রাজিল

আওয়ার ডেইলি খেলা ডেস্ক;-

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে অংশগ্রহণ করেছে ব্রাজিলও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে থাইল্যান্ডকে রীতিমতো বিধ্বস্ত করেছে ব্রাজিল। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচটিতে তারা ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ব্রাজিলের হয়ে তিনটি গোল করেন মার্সেল, জোড়া গোল করেন পিটো এবং একটি করে গোল করেন ফেলিপ ভালেরিও, ফেরাও। আর একটি গোল আসে আত্মঘাতি থেকে। অন্যদিকে থাইল্যান্ডের একমাত্র গোলটি করেন মোহাম্মদ ওসমান মুসা।

ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল ৩-১ গোলে এগিয়ে ছিল। ৬ষ্ঠ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মার্সেল। এরপর ১১ ও ২০ মিনিটে গোল করে দলের লিড বাড়ান ফেলিপ ভালেরিও ও মার্সেল। এ সময় মোহাম্মদ ওসমান মুসার কল্যাণে এক গোল শোধ করে থাইল্যান্ড।বিরতি থেকে ফিরে দুই মিনিটের মাঝে দুটি গোল করেন পিটো ও মারলন। দলের ষষ্ঠ গোল আসে আত্মঘাতী থেকে। ৭ম থেকে ৯ম গোল করেন যথাক্রমে পিটো, মার্সেল ও ফেরাও।

এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠলো ব্রাজিল ফুটসাল ফুটবল দল। ম্যাচে হারলেও শেষ ষোলো নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে তাদের ঝুলিতে ৬ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com