আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
বিপিএলে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড।ওপেনিংয়ে নেমে লিটন দাস ও তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন।
তারা সেঞ্চুরি করার পথে ২৪১ রানের জুটি গড়েছেন। বিপিএলে যা সর্বোচ্চ রানের জুটি। এর আগে বিপিএলে একইবারই দুইশ’ ছাড়ানো জুটি হয়েছে। ২০১৭ সালের বিপিএলে রংপুরে খেলতে এসে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককুলাম দ্বিতীয় উইকেট জুটিতে ২০১ রান যোগ করেছিলেন।
এছাড়া বিপিএলে প্রথমবার এক ইনিংসে দেখা গেল দুই সেঞ্চুরি। লিটন দাস ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় খেলেন ১২৫ রানের ইনিংস। তানজিদ তামিম ৬৪ বলে ১০৮ রান করেন।
লিটন ১২৫ রানের ইনিংস খেলার পথে ৪৪ বলে শতক স্পর্শ করেন। বিপিএলে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ৪০ বলে সেঞ্চুরি ছিল আহমেদ শেহজাদের। লিটন ছুঁয়েছেন বিপিএলে ৪৪ বলে সেঞ্চুরি করা গেইলের রেকর্ড।