আজ শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে লিটন দাসের কথা। আলোচনায় আছে তাসকিন আহমেদের নামও। তাসকিন অবশ্য বিষয়টি পুরোপুরি ছাড়ছেন বোর্ডের হাতে। তবে দায়িত্ব পেলে নেতৃত্ব দিতে প্রস্তুত।
তাসকিনের প্রাথমিক লক্ষ্য একটাই- খেলোয়াড় হিসেবে দলকে নিজের সেরাটা দেওয়া। অধিনায়কের দায়িত্ব পেলে নেতৃত্ব দিতে নেই কোনো আপত্তি- ২১ মার্চ গণমাধ্যমকে এমনটাই জানালেন।
তিনি বলেন, ‘এটা পুরোপুরি বোর্ডের কল, বোর্ড কাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবে। দিনশেষে আমি খেলোয়াড়, নিজের খেলা উপভোগ করতে চাই। নিজের সেরাটা দিতে চাই। ম্যাচ জেতাতে পারলে এর চেয়ে বড় স্বস্তির কিছু নেই। বোর্ড যদি মনে করে তখন ভিন্ন ব্যাপার। হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করব ইনশাআল্লাহ।’