আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
আসছে বছরের জানুয়ারিতে ৪১-এ পা দেবেন তিনি। বয়স তো কম হয়নি, এখন মন চাইলেও শরীর ঠিক আগের সায় দিচ্ছে না। তাইতো পেশাদারি ক্যারিয়ারটাকে ছোট করার পথেই হাঁটছেন মোহাম্মদ নবী। এবার ওয়ানডে ক্রিকেট থেকে এই আফগান তারকা সরিয়ে নেবেন নিজেকে। আসছে বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই ওয়ানডে ক্রিকেটকে বলবেন গুডবাই।
পাকিস্তানের মাঠে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্ট খেলেই ৫০ ওভারের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই জানালেন এবার থামছেন। এসিবির প্রধান নির্বাহী নসিব খানও জানিয়ে দিলেন তাদের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন।
নসিব খান বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে নবী। আমাকে কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। তার সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা।’
মোহাম্মদ নবীর ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু ২০০৯ সালে, স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ১৫ বছর ধরে খেলে যাচ্ছেন। ১৬৫টি ওয়ানডে খেলে এখন অব্দি করেছেন ৩৫৪৯ রান। বল হাতে এই স্পিনার নিয়েছেন ১৭১ উইকেট। ওয়ানডেতে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে আছেন তিনি।
বয়স ৪০ হলেও অবশ্য ছন্দে ঠিকই আছেন নবী। এইতো গত বুধবার তার কাছেই যেন হেরেছে বাংলাদেষ। শারজায় চাপের মুখে দাঁড়িয়ে ৭৯ বলে ৮৪ রান করেন তিনি। এরপর নেন ১টি উইকেট।
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতে পাঁচদিনের ক্রিকেটকে গুডবাই বলেছেন তিনি। আসছে বছর শেষ ওয়ানডে। তবে টি-টোয়েন্টি খেলবেন আরও কিছুদিন। বলা হচ্ছে- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলবেন।