আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রবিবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগ নেতা নুর আলম প্রকাশ নূর ট্রেইলার (৫৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ পাড়া গ্রামের গোপাল বাড়ির মৃত কালামিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ বাড়িতে এশার নামাজ পড়ে বাড়ির উঠানে পায়চারি করছিলেন নুর আলম নূরু। এ সময় তাঁর ফোনে কেউ একজন ফোন দিয়ে জানায় সন্ত্রাসীরা তাকে মারতে তাঁর বাড়িতে আসছে। এই খবর পেয়ে তিনি বাড়ির পেছনের বাগান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় সন্ত্রাসী খোকন ও নিকুর নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত নূরুকে পিটিয়ে-কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। নিহতের স্ত্রী পুষ্প বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে গ্রামবাসী নূরুকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জয়নাল আবেদীন তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের সাথে জড়িত সন্ত্রাসীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।