রাজশাহীর শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল মৃধা গ্রেফতার

ডেস্ক নিউজ :-

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

রবিবার রাতে শ্রীপুর ইউনিয়নের জামতলা টাওয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ সঙ্গীয় ফোর্সসহ জামতলা টায়ার বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্ট বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাগমারার ভবানীগঞ্জসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময় বেশ কিছু লোকজনকে গুলি করে আহত করে। সেই সঙ্গে অসংখ্য লোকজনকে পিটিয়ে আহত করাও হয়। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ তার বাহিনীর সদস্যরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাগমারার খয়রার বিলে জেলে হত্যাসহ একাধিক মামলার আসামি শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা। দীর্ঘদিন চেয়ারম্যান থাকায় এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। সন্ত্রাসী সেই বাহিনীর মাধ্যমেই পুরো ইউনিয়ন নিয়ন্ত্রণে রাখেন তিনি। সন্ত্রাসী বাহিনীর ভয়ে মুখ খুলতে পারেননি শ্রীপুর ইউনিয়নের সাধারণ মানুষ। শ্রীপুর ইউনিয়নের সব সরকারি পুকুর নিজের নামে ইজারা নিয়েছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ বলেন, ৫ আগস্টের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার গ্রেফতার চেয়ারম্যান মকবুল হোসেন মৃধাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *