আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক নিউজ :-
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। তিনি ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ শনিবার সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে কর্মস্থলে যোগদান করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীরা ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ক্যাম্পাসস্থ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করেন।এরপর তিনি শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।