আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-
ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সরকার আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন দাবি করে তিনি বলেন, আইন যদি আমরা নিজেরা হাতে তুলে নিই, তাহলে তো দেশে আইন-শৃংঙ্খলা থাকবে না। আমাদের দেশে তো আইন আছে, বিচার আছে। আমরা সেদিকে ধাবিত হতে চাই। মানুষকে পিটিয়ে হত্যা করা অথবা হামলা করা, কালচারটা আমরা পরিহার করতে চাই। তারপরও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। একটা বিপ্লোত্তর সময়ে এরকম বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা পৃথিবীতে যে জায়গায় বিপ্লব হয়েছে, সব জায়গায় পরবর্তী সময়ে হয়। আমরা এগুলোকে নিয়ন্ত্রণে আনার আন্তরিক প্রয়াস চালাচ্ছি।
উপদেষ্টা রবিবার সকাল ১০টায় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকার পলিটিক্যাল কালচার ডেভেলপমেন্ট করতে চায়। আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ আজীবন ক্ষমতায় থাকার বাসনা স্বৈরতন্ত্রের জন্ম দেয়। আমেরিকায় নাই, বৃটেনে মেয়াদ পূর্তি হওয়ার আগেই চলে যায়। অথচ স্বাধীনতার পর থেকে দেখছি, আমাদের এখানে একবার বসলে ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকে না। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমরা কমিশনকে পুনর্গঠিত করে নির্বাচন ও নাগরিক অধিকার ফিরিয়ে দেব। প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের রায়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিব।
ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আসন্ন দুর্গাপূজায় কোন চ্যালেঞ্জ নেই। নাশকতার আশঙ্কা করি না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে সনাতনী ভাইবোনেরা দুর্গোৎসব পালন করতে পারবে। এবার মাদরাসা ছাত্ররাও মণ্ডপ পাহারা দিবে।