আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
প্রতি বছর ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই মানিকগঞ্জের পদ্মাপাড়ে মাছের মেলা বসে।
সোমবার বিকালে জেলার হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর পদ্মাপাড়ে বসে ইলিশের মেলা।
কিন্তু মেলা জমে ওঠার মত নদীতে এবার কাঙিক্ষত ইলিশ না পাওয়ার কথা জানালেন জেলেরা। তবে পাঙাশ ধরা পড়েছে পদ্মায়।
মেলায় গিয়ে দেখা যায়, ইলিশ নিয়ে বসে আছেন বিক্রেতারা। কিছুক্ষণ পর পর জেলেরা নৌকা নিয়ে আসছেন, তবে মাছ অনেক কম ধরা পড়ছে বলে ভাষ্য তাদের।
ইলিশের মেলায় সাড়ে ১৮ ও ৮ কেজির দুটি পাঙাশ নিয়ে বসে আছেন কাঞ্চনপুর এলাকার জেলে পরিমল এবং সুদীপ হালদার।
পরিমল হালদার বলেন, “আমরা বড় বড় পাঙাশ, বাঘাইর মাছ পদ্মা-যমুনার জেলেদের থেকে কিনে বিক্রি করি। আজ পাটুরিয়ার কাছাকাছি এলাকার পদ্মায় এক জেলের নৌকায় চারটি বড় পাঙাস ধরা পড়ে।
“আমি চারটি পাঙাস নিয়ে আসি। দুটি ছোট ও দুটি পাঙাস বড় আকৃতির। একটি সাড়ে ১৮ কেজির মত আর আরেকটি ৮ কেজির।”
সাড়ে ১৮ কেজির পাঙাসটি স্থানীয় মাছ ব্যবসায়ী সেকেন্দার ও লালচাঁন মেলা থেকে সাড়ে ১২ শত টাকা কেজি দরে কিনেছেন বলে জানান তিনি।
তবে ৮ কেজির পাঙাসটি এক হাজার টাকা কেজি দরে দাম করলেও বিক্রি করেননি।
মাছের বিষয়ে লালচাঁন ও সেকেন্দার বলেন, মাছটি তাদের কাছ থেকে কয়েকজন মিলে কেনার জন্য দাম করছেন। তবে লাভ হচ্ছে না বলে বিক্রি করছেন না।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, হরিরামপুরের পদ্মায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে প্রশাসন কঠোর ছিল। নিষেধাজ্ঞা অমান্য করার কারণে অসাধু কয়েকজন জেলেকে আটক করে আইনের আওতায় আনা হয়।
“অনেক প্রতিকূলতার মধ্যেও আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে অভিযান সফল করতে সক্ষম হয়েছি।”
ইলিশের মেলায় পাঙাস মাছের বিষয়ে তিনি বলেন, “আপনার কাছ থেকে বড় মাছ পাওয়ার বিষয়টি জানলাম।”