আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় জেলে পাড়া এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে ৩৭টি দোকানসহ বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) মধ্যরাতে আকমল আলী ঘাট জেলে পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে কেইপিজেড ও সিইপিজেড স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া, আগুনে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।