আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
ভোলার মনপুরায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন করে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নজরদারি, পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বিধান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান।
এছাড়াও সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেঃ নাজমুল হোসেন ও আনসার ভিডিপি কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলন মাতাব্বর, জামায়াতে ইসলামী মনপুরা শাখার নায়েবে আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসিন রাজিব চৌধুরী, মনপুরা প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান, সাধারন সম্পাদক সীমান্ত হেলাল, উপজেলা মারকাজ মসজিদের খতিব মুফতী ইউসুফ, সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি নৈদের বাসী দাস, সাধারন সম্পাদক অনুপম দাস ,এছাড়াও উপজেলার ১১ টি মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।