আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

Logo
বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা এমদাদ গ্রেফতার

বাউফলে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা এমদাদ গ্রেফতার

ডেস্ক নিউজ :-

পটুয়াখালীর বাউফলে জেলেদের কাছে চাওয়া চাঁদাবাজি মামলায় একেএম মঞ্জুর আলম ওরফে এমদাদ হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এমদাদ উপজেলার কালাইয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা এমদাদ হোসেন কালাইয়া ইউনিয়নের বগী তুলাতলি এলাকার জেলেদের কাছে চাঁদা দাবি করে আসছিল। জেলেরা চাঁদার টাকা না দেওয়ায় গত ৩ অক্টোবর এমদাদ ও তার ছেলে কালাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইফুদ্দিন ওরফে রিজভী ও ছাত্রদল নেতা তৌফিক এলাহি দলবল নিয়ে জেলেদের ওপর হামলা করেন। হামলায় নারীসহ পাঁচ জেলে আহত হন। যার মধ্যে গুরুতর আহত জাফর নামে এক জেলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গত ৫ অক্টোবর হামলার শিকার অপর এক জেলে মো. মনির হোসেন বাদী হয়ে এমদাদ, তার ছেলে রিজভীসহ ২৪ জনকে আসামি করে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এমদাদ ওই মামলার ২ নম্বর আসামি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমদাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com