আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
মা ইলিশ রক্ষায় প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ উপলক্ষে বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সভা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়াকে নির্বিঘ্ন করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ জন্য জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই ২২ দিন নদীতে কোনো ধরনের ইঞ্জিনচালিত নৌকা এবং বেদে সম্প্রদায়ের মাছ ধরা নৌকা চলাচল করতে দেওয়া হবে না। এছাড়াও তেঁতুলিয়া ও কালাবদর নদীতে নৌপুলিশ ক্যাম্প স্থাপন, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার জেলেদের নজরদারিতে রাখা, রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো,মাছ প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত বরফকল বন্ধ রাখা এবং এই সময় নদীতে ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ সময়ের ২২ দিন ইলিশ মাছ বাজারজাত, বিনিময়, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।