আজ শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
কুলিয়ারচরে জাতীয় সমাজসেবা দিবস পালিত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় গেলেন সেনাপ্রধান বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় রংপুরের শ্রীনগরে প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধ শিক্ষকদের কর্মবিরতি মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার রাজনৈতিক তর্ক-বিতর্কে আ.লীগের দুর্বৃত্তায়ন নিচে চাপা পড়ছে: ফখরুল মিরপুরে গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক, টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ৭ উইকেট শিকার করে বিপিএলে তাসকিনের ইতিহাস ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি বাউফলে নতুন বই পেল প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা
দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত

দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক :–

‘দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে’, উল্লেখ করে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘এরপর আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জন্য আইন করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমরা যদি এখন কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর সম্ভব না। যদি আমরা কিছু সংস্কার না করি তাহলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় হবে।’

আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, আন্দোলনে আহতদের মধ্যে প্রায় দুই হাজারের বেশি মানুষ এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৩৭ জনের অবস্থা গুরুতর। পৃথিবীর ইতিহাসে এমন অভ্যুত্থান হয়েছে কি না আমার জানা নেই।

২০০৭ সালের সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তখন আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু পরবর্তীসময়ে রাজনৈতিক সরকার এসে সেগুলো বাস্তবায়ন করেনি।’

বর্তমান বাংলাদেশকে ‘সেকেন্ড রিপাবলিক অব বাংলাদেশ’ হিসেবে অভিহিত করবেন মন্তব্য করে এ উপদেষ্টা বলেন, ‘এখন সংস্কার না করলে তা আর কখনো হবে না।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে তাদের আর্থিক প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে হবে। নির্বাচন আইনেও বড় ধরনের সংস্কার দরকার।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com