আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মসজিদে তবারক বিতরণ নিয়ে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।
রোববার ২২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত মো. ওহাব ভূঁইয়া (৪৫) উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির মৃত আজগর আলীর ছেলে।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর শুক্রবারে জুম্মা নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই বিষয়কে কেন্দ্র করে ওহাব ভূঁইয়াকে রাস্তায় একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায় প্রতিপক্ষ। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওহাব ভূঁইয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইটনা উপজেলা সেনা ক্যাম্প কমান্ডার ও ১৫ আর ই ব্যাটালিয়নের সদস্য এবং পুলিশ সদস্যরা। ঘণ্টাখানেক এর চেষ্টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থলে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত দেশিয় অস্ত্রসহ ২ জনকে আটক করেন। সেনাবাহিনী সূত্র জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটকদেরকে সংশ্লিষ্ট থানায় সপোর্দ করা হয়েছে।