আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
যাত্রাবাড়ী থানার শিক্ষার্থী সাইদুর রহমান ইমরান হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় থেকে আমি এমপি ছিলাম। এরশাদের আমলেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। গত ৫ আগস্ট আমি আমার নির্বাচনি এলাকায় ছিলাম। সেখানকার ডিসি, এসপিদের সঙ্গে ফুটবল টুর্নামেন্টে ছিলাম। আল্লাহর পর আপনি যদি হাকিম হন, তাহলে আপনি ন্যায়বিচার করবেন। এ মামলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক কারণে আমাকে ফাঁসানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার বাদী আদালতে এসে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছেন। এ মামলায় আমার নাম থাকার ব্যাপারে বাদী কিছুই জানেন না। এ বিষয়টি আপনি বিবেচনা করবেন।
এ সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, মামলার বাদীকে ভয় দেখিয়ে আদালতে এনে নাম প্রত্যাহার করানো হচ্ছে। মামলা যেহেতু হয়েছে সে মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখবেন কে জড়িত কে জড়িত না। এখানে আদালতে বাদীকে এনে তার কথা শোনা, তাকে নাম প্রত্যাহারে বাধ্য করা বেআইনি। যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
এরপর উভয় পক্ষের শুনানি শেষে আদালত যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান হত্যা মামলায় আ স ম ফিরোজকে দুদিনের রিমান্ডে পাঠান।