আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
নির্ধারিত সময়ের মধ্যেই নিজের লাইসেন্সকৃত পিস্তল ও রাইফেল ১৫০ রাউন্ড গুলিসহ জমা দিয়েছেন চট্টগ্রাম—৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরী।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক কর্মকর্তা দেশ রুপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে তা চট্টগ্রামে নয়, গত ১ সেপ্টেম্বর ঢাকার গুলশান থানায় ফারাজ করিম চৌধুরীর পক্ষে মো. রাজিব অস্ত্র দুটি জমা দেন। অস্ত্র দুটি গ্রহণ করেন ওই থানার এসআই আজিজুল হক। এই সংক্রান্ত জিডি নাম্বার ১৫।
সুত্রটি জানায়, সাবেক এমপি পুত্র গুলশান থানায় গত ১ সেপ্টেম্বর প্রতিনিধির মাধ্যমে অস্ত্র দুটি জমা দিলেও সেই তথ্য গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের আগ্নেয়াস্ত্র শাখায় পৌঁছায় নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বৈধ অস্ত্র জমা না দেওয়ার তালিকায় ফারাজ করিম চৌধুরীর নামটি উঠে আসে।
তার জমা দেয়া অস্ত্রের মধ্যে আছে ৫০ রাউন্ড গুলিসহ একটি এনপিবি পিস্তল। যার লাইসেন্স নং ৪৩৭। একই সময় ১০০ রাউন্ড গুলিসহ জমা দেওয়া অন্য অস্ত্রটি হলো ২২ বোরের একটি রাইফেল। যার লাইসেন্স নং ২৯।