আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে মনিরুল ইসলাম নামের এক শ্রমিক হত্যা মামলায় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাবেক এমপি শামীম ওসমানকে আসামি করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০০ জনকে বিবাদী করা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।