আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধরা স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা হাতুড়ি ব্যবহার করে দেয়াল ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং কার্যালয়টি গুঁড়িয়ে দেয়। হামলার পর, তারা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করে।
মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব ফারুক বেপারী হামলার কারণ ব্যাখ্যা করে বলেন, ‘দীর্ঘদিন ধরে খালেদা জিয়া কিংবা তাদের রহমানের নামে কোনো হত্যা মামলা হয়নি। অথচ, শেখ হাসিনার নামে আজ হাজারো হত্যা মামলা রয়েছে। মাদারীপুরে শেখ হাসিনার কোনো আস্তানা রাখা যাবে না। সবাই মিলে এই হাসিনার আস্তানা মুছে ফেলব।’
এছাড়াও, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান ফকু বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে যে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে, সেই রাগের বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ জনগণ শেখ হাসিনা ও তার পরিবারের কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকতে দেবে না। এজন্যই বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় এবং বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেছে দলের নেতাকর্মীরা। মাদারীপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ জনগণ রাজপথে থেকে এর প্রতিবাদ চালিয়ে যাবে।’