আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিবর্ষণ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সেল নামে একটি গার্মেন্টসে বিএনপি নেতা রুহুল আমিন ঝুট নামাতে গেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও তার লোকজন রুহুলকে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে গুলিবর্ষণসহ ব্যাপক সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এসময় ৬টি মোটরসাইকেল পুড়িয়ে ও কয়েকটি ভাঙচুর করা হয়। দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনূর আলম জানান, ইপিজেডের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কয়েকজন আহত হয়। এসময় মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।