সবচেয়ে কম বয়সে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন (এএপি) নেতা অতীশি

আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক;;-

শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এনডিটিভি। শপথ নেওয়ার আগে তিনি এএপি নেতাসহ তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দেখা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সদ্য এই রাজ্যটির মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করা অরবিন্দ কেজরিওয়াল।

অতীশির সঙ্গে অন্য পাঁচজন নবনিযুক্ত মন্ত্রীও দিল্লির মন্ত্রিসভার সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন। তারা হলেন, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, ইমরান হুসাইন, কৈলাশ গেহলত এবং নতুন সুলতানপুর মাজরার বিধায়ক মুকেশ আহলাওয়াত।

বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিতের পর অতীশি দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী।এর আগে, গত রোববার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেছিলেন, দু’দিন পর মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রায় ৬ মাস কারাগারে ছিলেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তির দু’দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *