আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক;-
লেবাননে তারবিহীন যোগাযোগ যন্ত্র পেজার বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। ইসরায়েল দেশটিতে এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার লেবাননের বিভিন্ন স্থানে ছোট আকারের যোগাযোগের যন্ত্র পেজারের বিস্ফোরণ ঘটতে শুরু করে।এই বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই আহতদের রক্তদানের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। পেগার যন্ত্রটি সাধারণত ব্যবহার করে থাকেন হিজবুল্লাহর যোদ্ধারা।
নজীরবিহীন এ হামলার জন্য লেবানন সরকারও ইসরায়েল দায়ী করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।