আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:-
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য ফ্লোরিডা এবং জর্জিয়ায় ব্যাপক ধ্বংস ডেকে এনেছে শক্তিশালী হারিকেন হেলেন। ঝড়ের তাণ্ডবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট। ৪০ লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফ্লোরিডার বিগ বেন্ড এলাকায় শক্তিশালী ক্যাটাগরি চার হারিকেন হেলেন বৃহস্পতিবার রাতে আঘাত হেনেছে। এতে সৈকতে উল্টে গেছে নৌকা, গাছপালা উপড়ে গেছে, বন্যার পানির তোড়ে রাস্তা ডুবে গেছে, তলিয়ে গেছে গাড়ি।
ফ্লোরিডার গভর্নর রন ডি সান্তোস ঝড়ের কারণে রাজ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন।
ওদিকে, জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক্সে বলেছেন, হুইলার কাউন্টিতে দুইজনের মৃত্যু হয়েছে। আর স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্জিয়ার ব্ল্যাকশেয়ারে এক দমকলকর্মীর ওপর গাছ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে।
ঘন্টায় ১৪০ মাইল বাতাসের বেগ নিয়ে হেলেন ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে গেছে। পরে তা দুর্বল হয়ে শুক্রবার সকালে জর্জিয়ার ওপর দিয়ে বয়ে যায়। এ সময় ঝড়টির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ মাইল।
এরপর টেনেসি এবং ক্যারোলাইনার দিকে ঝড়টির ধেয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, হারিকেন হেলেনের প্রভাবে জীবন সংহারী ঝড়ো বাতাস এবং ভারি বৃষ্টিপাত এখনও চলছে।
জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা এবং নর্থ ক্যারোলাইনার কয়েকটি কাউন্টিতে শুক্রবার আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। ‘পরিস্থিতি এ মুহূর্তে বিপজ্জনক’ উল্লেখ করে এই সময়ে উঁচু স্থান খুঁজে নিয়ে সেখানে মানুষজনকে অবস্থান করার পরামর্শ দিয়েছে তারা।