গাজায় প্রথম পর্বের পোলিও টিকাদান কর্মসূচি শেষ হয়েছে

আওয়ার ডেইলি আন্তর্জাতিক ডেস্ক:-

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও প্রতিরোধে জাতিসংঘের নেতৃত্বে টিকাদান কর্মসূচির প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। টিকাদান কর্মসূচি চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অন্তত ১৯ নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার শিশুদের পোলিও প্রতিরোধে জাতিসংঘের নেতৃত্বে টিকাদান কর্মসূচির প্রথম ধাপ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। প্রথম পর্বে ১২ দিনে প্রায় ৫ লাখ ৬০ হাজার শিশু টিকার প্রথম ডোজ পেয়েছে। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে। উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে খান ইউনিসে হামলায় কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস আল জাজিরাকে বলেছেন, গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলকে চাপ দিতে হবে। যত দ্রুত সম্ভব এ যুদ্ধ বন্ধ করতে হবে।গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪১ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৯৫ হাজার ১২৫ জন।এসময় হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলের এক হাজার ১৪৯ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *