আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন

Logo
News Headline :
সিরাজগঞ্জে দূর্ঘটনা এড়াতে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা  তজুমদ্দিনে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ সেমিনার অনুষ্ঠিত  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় ৬ মাস ধরে বন্ধ। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন যতাযত মর্যাদা ও আনন্দ উৎসবের মধ‍্য দিয়ে জুড়ীতে পালন হল পবিত্র বড়দিন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে শিক্ষকদের উদ্যোগে আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন  ফরিদপুরে সাদ পন্থীদে সকল কার্যক্রম বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকে  স্মারক লিপিপ্রদান  বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আঞ্চলিক প্রেস ক্লাবের নিন্দা ভোলায় ছাদ থেকে পড়ে মাদরাসার শিশু ছাত্রের মৃত্যু কুলিয়ারচরে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ ডাক
হঠাৎ মুন্সীগঞ্জে পাঙ্গাসের মাছের দেখা!

হঠাৎ মুন্সীগঞ্জে পাঙ্গাসের মাছের দেখা!

Oplus_131072

আক্কাছ আলী টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে মুন্সীগঞ্জ-শরীয়তপুরের সীমানাধীন পদ্মানদীতে জাল ফেলে আশানুরূপ ইলিশ না পেলেও পাঙ্গাস  পাচ্ছেন জেলেরা। আর সেই পাঙ্গাস  বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি জেলেরা। গত ও শুক্রবার, শনিবার,রবিবার মুন্সীগঞ্জের মাওয়া,হাসাইল ও দিঘিরপাড় মৎস্য আড়তে ৪ কেজি থেকে শুরু করে প্রায় ১৫ কেজি ওজনের পাঙ্গাস  বিক্রি করেছে জেলেরা। ৮০০-১০০০ টাকা দামে পাইকারদের কাছে বিক্রি করছেন আড়তদাররা।

হাসান ছৈয়াল নামের এক জেলে জানান,ইলিশের অভিযান শেষে হলে নদীতে মাছ ধরতে যাই। এসময় ইলিশ আসার কথা থাকলেও ইলিশ না এসে বড় বড় পাঙ্গাস  আসে। আড়ত গুলোতে ভালো দাম পাওয়ায় আমরা খুশি।

হাসাইল মৎস্য আড়তের আড়তদার বাবু হাওলাদার বলেন, প্রতি বছরেই এই সময় জেলেরা বড় বড় পাঙ্গাস  পেয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। গত বছর হাসাইল আড়তের এক জেলে এক ক্ষেপে সর্বোচ্চ ৮০ পিস পাঙ্গাস   পেয়েছিলো। এবছর এখনো পর্যন্ত ২৫০ পিস পাঙ্গাস  পাওয়ার কথা শুনেছি।

টঙ্গীবাড়ী থেকে পাঙ্গাস  কিনতে আসা গনেশ নামের এক ক্রেতা জানান, ৯৫০ টাকা দরে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাস  কিনলাম। নদীর পাঙ্গাস  খেতে খুবই সুস্বাদু তাই ভোরে আড়তে এসেছি পাঙ্গাস  কিনতে। পছন্দমত কিনে নিলাম।

তবে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, বাজারদর নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কাজ করছে। আমরা নিয়মিত বাজারে অভিযান চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com