আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
স্ত্রীর সঙ্গে বিবাদের একপর্যায়ে তার বড় বোনকে পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনায় থানায় অভিযোগ জানানোর পর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ওই স্বামীকে। পরে তার দেওয়া তথ্য মতে বিদেশি ওই পিস্তল উদ্ধার এবং অবৈধ ওই অস্ত্রের আসল মালিককেও গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা এলাকার নজরুল ইসলামের বাড়ির খড়ির স্তূপ থেকে বিদেশি ওই পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে ফয়সাল হোসেন (৩৭) ও দক্ষিণ টেপাখোলা মহল্লার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)।
কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, বৃহস্পতিবার কামরুন্নাহার নামে একজন নারী থানায় এসে অভিযোগ করেন যে, তার সঙ্গে ঝগড়ার সময় স্বামী ফয়সাল হোসেন বিদেশি পিস্তল বের করে তার বড় বোনকে ভয়ভীতি দেখান। ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও ফুটেজও দেখান। এরপর অভিযোগ অনুযায়ী অভিযান চালিয়ে ফয়সাল ও নজরুলকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড কার্তুজসহ নজরুল ইসলামের বাড়ির খড়ের স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ওই বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।