আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন

সিরাজনগর দরবার শরীফের ৫০তম উরসে আউলিয়া ও আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার

হাজার হাজার মানুষের আগমনে, রাসুলে পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) প্রতি দুরুদ ও মহান আল্লাহ পাকের শুকর ‍গুজারের মধ্য দিয়ে সম্পন্ন হলো সিরাজনগর দরবার শরিফের ৫০তম উরসে আউলিয়া আন্তর্জাতিক সুন্নী মহা সম্মেলন।

বুধবার ( ২২ জানুয়ারি ) সিরাজনগর দরবার শরীফের এই বিশেষ অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরীন, পীরে তরিকত ও রাহনুমায়ে শরীয়ত, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী। সম্মেলনটি পরিচালনা করেন সিরাজনগর দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা মুফতি শেখ শিব্বির আহমদ। এতে ওয়াজ পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ আল্লামা আব্দুল মতিন, আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, নির্বাহী মহাসচিব আল্লামা মাসুদ হোসাইন আল কাদেরী, মেজ সাহেবজাদা শেখ জাবির আহমদ আল হোসাইনী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব সউম আব্দুস সামাদ, আল্লামা নূর মোহাম্মদ মাদানী, আল আমীন বারিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আব্দুল আজিজ রেজবী, আল্লামা জাহাঙ্গীর আলম মোজাহিদী, ভারত থেকে আগত আল্লামা ফুরকার আলী, আল্লামা গিয়াস উদ্দিন আত তাহেরী এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ। মাহফিলে সিরাজনগর গাউছিয়া দেওয়ানিয়া হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন জেলা থেকে আগত হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করেন দরবারের সেজ সাহেবজাদা মাওলানা শেখ দেওয়ান আহমদের পরিচালনায় আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী।

বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের আলোকে ইসলামী জীবনব্যবস্থা পরিচালনার জন্য মুসলিম উম্মাহকে উৎসাহিত করেন। তারা মুসলিম উম্মাহকে ঐক্যের ডাক দিয়ে নবীর আদর্শ লালন করার এবং বর্তমান দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। আল্লামা তাহেরী তার বক্তব্যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে নিয়ে তার প্রিয় জিকির-আজকারে অংশ নেন।

সম্মেলনের শেষ পর্যায়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য দোয়া করেন। এ বছর সিরাজনগর দরবার শরীফের ৫০ বছর পূর্তি উপলক্ষে দরবার শরীফকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের সেবা প্রদান করেন আঞ্জুমানে ছালেকিনের নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজ এবং শাহ মোস্তফা সোসাইটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com