আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা
ফরিদপুররের চরভদ্রাসন উপজেলায়ধর্মপ্রাণ মুসলমান স্থানীয় শীর্ষ ওলামা পরিষদওবিভিন্ন মাদ্রাসার এবং মসজিদের মোহতামিমগণের উদ্যোগে টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের নিরহ মুসল্লিদের ঘুমন্ত অবস্থায় রাতের আধারে উগ্র সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরচিত হামলা ও নৃশংস ভাবে কুপিয়ে ৪ জন তাবলীগ জমায়েতের মুসল্লিকে হত্যা এবং একাধিক তাবলীগকে আহত করার প্রতিবাদে ও সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং নিহতের মাগফিরাত
কামনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা উপজেলার বাজার জামে মসজিদের মসজিদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ওবাজার জামে মসজিদ হতে উপজেলা পরিষদ গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শীর্ষ স্হানীয় উলামা মাশায়েখ। চরভদ্রাসনের হাজীডাঙ্গি খাদেমুল ইসলামী মাদ্রাসার, অর্ধশতাধিক ছাত্রদের নিয়ে চরভদ্রাশন বাজার জামে মসজিদ হতে উপজেলা পরিষদ গেট পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে সাদউগ্রপন্থীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে স্লোগানে মুখরতে হয়ে ওঠে উপজেলা বাজার।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ,উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া,খেলাফত আন্দোলনের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি সেলিম হোসাইন, আব্দুল শিকদার ডাংগি মারকাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক, ওপূর্ব বিএস ডাংগি আদর্শ স্কুল জামে মসজিদের মুহতামিম মুফতি শফিউল্লাহ (বি বাড়িয়া) ম্যাজিস্ট্রেট বাড়ি জামে মসজিদে মুহতামিম মুফতি সালাউদ্দিন, এম পি ডাংগি জামে মসজিদেরমুহতামিম হাফেজ আব্দুল মান্নান, বক্তারা ইজতেমা মাঠে হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের শাস্তি দাবি করেন এবং সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনার দাবি জানান।