আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রেমিট্যান্স যোদ্ধা উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট ‘২৪ (সিজন-১) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আল রাজী ফাইটার্সকে ১৮ রানে হারিয়ে ভানুগাছ ইউনাইটেড চ্যাম্পিয়ন হয়েছে। গত অক্টোবর মাসের ২৭তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের ৩২টি দল অংশ নেয়।
টস জিতে ভানুগাছ ইউনাইটেড ক্লাবের অধিনায়ক সুমন মালাকার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিশ ওভারে ৬ উইকেট হারিয়ে মোট ২১৪ রান সংগ্রহ করে ভানুগাছ ইউনাইটেড ক্লাব।
বিরতির পর ২১৫ রানের টার্গেট নিয়ে আল রাজী ফাইটার্স কমলগঞ্জ ব্যাটিং করতে মাঠে নামে । শেষ পর্যন্ত ১০ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। ফলে ভানুগাছ ইউনাইটেড ১৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিজয়ী দলের ব্যাটসম্যান ইয়াছিন ৬৭ রান ও ২ উইকেট লাভ করে ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন। খেলায় ম্যান অবদ্যা সিরিজ নির্বাচিত হয় ভানুগাছ ইউনাইটেড এর রাজু।টূর্ণামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন আল রাজী ফাইটার্স ক্লাবের বাবলু। সেরা বোলার নির্বাচিত হয়ে একই দলের সুমন।
টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: মোবারক হোসেন লোপ্পার সঞ্চালনায় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রেমিট্যান্স যোদ্ধা শিবলী আহমেদ চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল একাডেমী ম্রীমঙ্গল এর পরিচালক ইকরাম রানা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর এম এ ছালাম।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানীর সাথে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের হাতে ৩০ হাজার টাকার প্রাইজমানী ও রানার আপ ট্রফি তুলে দেন।
আহ্বায়ক মোবারক হোসেন লোপ্পা বলেন, এবছর আমরা প্রথম এ টুর্ণামেন্টের আয়োজন করেছি। গতমাসের ২৭ তারিখে টুর্ণামেন্ট শুরু হয়ে আজ ফাইনাল খেলার মধ্য দিয়ে সফল সমাপ্তি হয়েছে। এতে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শ্রীমঙ্গলে এক সময় ক্রিকেট খেলা জনপ্রিয় খেলা ছিল। ঢাকা জাতীয় দলের খেলোয়াড়েরা এখানে খেলেছেন। সে সোঁনালী যুগ হারিয়ে গেছে। আমরা আজ হাজারো দর্শকদের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন করে পেরেছি। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধূলার বিকল্প নেই। তাই আসুন সবার সহযোগিতায় ক্রিকেটের সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করি। এধরনের টুর্ণামেন্ট আয়োজনে সকল ক্রিকেটপ্রেমীদের অনুরোধ করছি। আমরা আগামীতে প্রতি বছর এ টুর্ণামেন্ট আয়োজন করবো।
আয়োজক কমিটির সদস্য সচিব মীর এম এ কালাম বলেন, শ্রীমঙ্গলে এ টুর্ণামেন্ট সুষ্ট সুন্দর ও সফলভাবে সমাপ্তী হওয়ার জন্য টুর্ণামেন্ট পরিচালনা কমিটি ও শ্রীমঙ্গলের সর্বস্তরের শুভাকাঙ্খী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।