আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

Logo
News Headline :
সিরাজগঞ্জে দূর্ঘটনা এড়াতে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা  তজুমদ্দিনে সমন্বিত স্থানীয় জলবায়ু বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালীকরণ সেমিনার অনুষ্ঠিত  বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রায় ৬ মাস ধরে বন্ধ। আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পিরোজপুরে বিসিএস শিক্ষকদের মানববন্ধন যতাযত মর্যাদা ও আনন্দ উৎসবের মধ‍্য দিয়ে জুড়ীতে পালন হল পবিত্র বড়দিন ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজে শিক্ষকদের উদ্যোগে আন্ত ক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন  ফরিদপুরে সাদ পন্থীদে সকল কার্যক্রম বন্ধের দাবিতে   বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকে  স্মারক লিপিপ্রদান  বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আঞ্চলিক প্রেস ক্লাবের নিন্দা ভোলায় ছাদ থেকে পড়ে মাদরাসার শিশু ছাত্রের মৃত্যু কুলিয়ারচরে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মুখে ‘আল্লাহ’ ‘আল্লাহ’ ডাক
রাজবাড়ী জেলার সদরে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাজবাড়ী জেলার সদরে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা। 

রাজবাড়ী জেলার সদর এলাকা হতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এছাড়া ওমাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। 

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় ‌গতকাল‌ মঙ্গলবার ‌ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপ করে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর এক পর্যায়ে  রাত আনুমানিক ১০:২০ মিনিটে  সন্দিগ্ধ পিকআপটি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা পিকআপ টিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়‌ এরপর ‌ র‌্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালকসহ আরোহীকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তাদের পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদের  পায়ের কাছে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর রাখা আনুমানিক ৮,৬৪,০০০/-  টাকা মূল্যমানের ২৮৮  বোতল ফেনসিডিলসহ  ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ জিহাদ আলী (২৪) পিতা-মোঃ সল্টু মিয়া 

মাবুদ আহমেদ (১৯) পিতা-হোসাইন আলী,  

উভয় সাং- পশ্চিম মালশাহদ,  উভয় থানা-গাংনী, 

উভয় জেলা-মেহেরপুর বলে জানা যায়।

এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ‌।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com