আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৯৬ হাজার ৭০০ টাকাসহ যুবদল নেতা শফিকুল আজম ডালিমের স্ত্রী নার্গিস সুলতানাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
শফিকুল আজম ডালিম আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ার ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সহ—সভাপতি ছিলেন। উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম—আহ্বায়ক ছিলেন।
বুধবার রাতে মেজর মো. তাওফিক আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে আলমডাঙ্গা থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।