আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি মৌলভীবাজার
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য আনন্দ র্যা লীর আয়োজন করেছে মৌলভীবাজার জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা কৃষক দলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বেলালের সঞ্চালন ও মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মো: মোনাহিম কবির সভাপতিত্বে।
জাতীয়তাবাতী কৃষক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে সদস্য সচিব মো: মোনাহিম কবির বলেন, সৈরশাসকের পতনের পরে আজ আমরা এক মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই দ্বিধা দন্দ ভুলে গিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্য কৃষক দল সর্বদাই কাজ করে যাচ্ছে।
অনুষ্টানে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাহাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, জেলা যুবদল নেতা এম এ নিশাত, জেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, জুড়ী উপজেলা সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম তুলা, কৃষকদল নেতা শাহাজাহান আহমদ, কমলগন্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মবশ্বির আহমদ, সদস্য সচিব আব্দুল আহাদ ।
এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, যুগ্ম আহ্বায়ক নানু মিয়া, যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, জেলা কৃষক দলের নেতা তোফায়েল আহমদ চৌধুরী স্বপন, জেলা কৃষক দলের সদস্য লোকমান আহমদ, সজলু মিয়া, মহসিন মিয়া, জামাল আহমেদ, শাহ ইমরান সাজু,গাজী আবেদ,শিবলু আহমদ, রাজনগর উপজেলা কৃষক দলের নেতা বাবুল আহমেদ শাহ আলম মিয়া, জহির মিয়া, আলী আহমদ, জিয়া মঞ্চের আহবায়ক ইলিয়াস কবির শাহীন, সদস্য সচিব সাব্বির আহমেদ সহ বিভিন্ন উপজেলার কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।