আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরে চর বাংলাবাজার পদ্মা ও মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ। পানি কমতে থাকায় নদীতে মাছ শিকারে নামছেন জেলেরা। আর পাচ্ছেন টাকি , পুঁটি , বাইম, শোল, শিং, মাগুর, কৈ মাছসহ দেশীয় প্রজাতির অনেক মাছ।
দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় এই বাজারে। বর্তমানে মাছের সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। তরতাজা মাছ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। এখান থেকে মাছ কিনে ঢাকাসহ মুন্সীগঞ্জ সদরে বিভিন্ন স্থানে নিয়ে মাছ বিক্রি করেন পাইকাররা।
ভোর ৬টা থেকে ৮ টা পর্যন্ত চলে বেচাকেনা।
মাছ কিনতে আসা খুচরা ক্রেতা সাঈদ জমাদ্দার জানান, অন্য বাজারের তুলনায় এখানে তরতাজা মাছ পাওয়া যায়। আর দামও তুলনামূলক কম। তাই মাছ কিনতে এসেছি।
বাজারের সভাপতি জানান, এখানে সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায়। তবে বাজারে কোন ছাউনি না থাকায় বৃষ্টি ও কুয়াশায় মাছ বেচাকেনায় ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করি।