আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
মুন্সীগঞ্জে মা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ

মুন্সীগঞ্জে মা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ

Oplus_131072

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে পারুল দাস(৪৫) ও তার ছেলে বিমল দাস(২৮) হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

শুক্রবার (২৯নভেম্বর) হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াস এর হাতে কালেমা পাঠের মধ্য দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহন করেন। বর্তমানে পারুল দাস এর নাম রাখা হয়েছে মরিয়ম বেগম ও তার ছেলে বিমল দাসের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। নওমুসলিম মরিয়ম বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমানের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এ ছাড়া বিভিন্ন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি সাবালিকা বিধায় বুঝে-শুনে আমি এবং আমার সন্তান বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে নওমুসলিম মরিয়ম বেগম কে ৫ হাজার টাকা এবং হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: খোকন বেপারী ৩০ কেজি চাউল প্রদান করেন। এ সময় বিএনপি নেতা খোকন বেপারী বলেন, যেহেতু সে নিজ ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহন করেছেন তাই হয়তো তার পূর্বের পরিবার তাকে আর্থিক ভাবে সহায়তা করবেনা সেই দৃষ্টিকোণ থেকে আমরা নওমুসলিম মরিয়ম বেগম কে এই সহায়তা প্রদান করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।.

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান শেখ,বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সোহেল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com