আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
গুলি করে তরুণীকে হত্যার পর ফেলে যাওয়া মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টা না পেরোতেই এবার মুন্সীগঞ্জের শ্রীনগরের বঙ্গবন্ধু মহাসড়ক থেকে অজ্ঞাত আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে একশ গজ দুরে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানায় স্থানীয়রা জানালে পরে সেটি উদ্ধার করা হয়।
আজ রোববার ( ১ ডিসেম্বর) ভোরে শ্রীনগর উপজেলার হাঁসাড়া স্কুল গেটের পশ্চিম পাশের সার্ভিস লেন থেকে মরদেহটি উদ্ধার হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রহমান জানান, লাশটি ভবঘুরে এক নারীর। স্থানীয়রা তাকে প্রায়ই রাস্তায় হাঁটতে দেখতেন। লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে পরিচয় সনাক্ত না হলে বেওয়ারিশ হিসাবে দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দেয়া হবে।