আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
আক্কাছ আলী টংগিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:-
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শোলারচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে আহত হন উভয় পক্ষের ৪ জন। ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৫ টার দিকে জেলা শহরে বিএনপির সমাবেশ আসা’ কে কেন্দ্র করে আধারার সোলারচর গ্রামে আধারা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মজিবুর ভূইয়া গ্রুপের সাথে একই গ্রামের আহাদুল বেপারী গ্রুপের লোকজনের সংঘর্ষ হয়।
ককটেল ও ছোঁড়া গুলির আঘাতে আহতরা হলেন আহাদুল বেপারী গ্রুপের শোলারচর গ্রামের জহির মিজির ছেলে বাবু (২৭), মহি মিয়ার ছেলে পলাশ (২২), মজিবুর ভূইয়া গ্রুপের সোলারচর গ্রামের আসলাম গাজির ছেলে জিহাদ (২২), বকুলতলা গ্রামের আসাদ সরকারের ছেলে সুজন।
এ ব্যাপারে আহাদুল বেপারী গ্রুপের শাহেক মিজি বলেন, তুচ্ছ ঘটনায় ওরা আমাদের লোকজনের উপর হামলা করে। গুলিতে আমাদের দুইজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযোগের কথা অস্বীকার করে মজিবুর ভূইয়া বলেন, আমরা লোকজনের উপর ওরা হামলা চালায় বিকেলে। পরে সন্ধ্যায় দুই পক্ষের পাল্টা পাল্টি সংঘর্ষে ঘটনা শুনেছি। জিহাদ নামে আমাদের পক্ষের এক ছেলে গুরতর আহত হয়েছে শুনেছি। আমি গ্রামে বসবাস করি না। আমাদের মিথ্যা অভিযোগ করছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) মো. খলিলুর রহমান রোববার রাত সাড়ে ৯ টার দিকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতে খবর পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।