আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এক বিজয় র্যালি করেছে দলটির পিরোজপুর শহর অঞ্চল শাখা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে বিজয় র্যালি শুরু করে সিও অফিস মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন কাপড়িয়া পট্টিতে গিয়ে র্যালীটি শেষ হয়। পরে সেখানে জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।
র্যালির পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ, সহকারী সেক্রেটারি জেনারেল শেখ আব্দুর রাজ্জাক , পিরোজপুর সদর উপজেলা জামায়াতের আমীর সিদ্দিকুর রহমান, পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খাঁন, জেলা ওলামা বিভাগের সভাপতি মুফতি আব্দুল হালিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সহসভাপতি গোলাম মোস্তফা মুসা, জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্রক্ষমতায় এসেছেন তারা ফ্যাসিবাদ কায়েম, বৈষম্য সৃষ্টি ও জাতিকে বিভক্ত করেছেন। এছাড়াও লুটপাট, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম করে নিজ দলের নেতাকর্মীদের সুবিধা দিয়েছেন। বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার জনগণের বাকস্বাধীনতা হরণ করে দেশকে কারাগারে রুপান্তর করেছিল। তারা ভারতের প্রেসক্রিপশনে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে দেশ প্রেমিক নিরপরাধ আলেমদের ফাঁসি দিয়েছে। এসময় বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ও সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো.জহিরুল হক।