আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
কুলিয়ারচরে দু’দিনে ২০ আসামী গ্রেফতার করে জেলায় রেকর্ড অর্জন করেছে ওসি হেলাল উদ্দিন  কমিশনার টিপু হত‍্যা মামলার তিন জন আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার  প্রধানমন্ত্রী হতে পারবেন না দলের প্রধান, রাষ্ট্রপতি হবেন নির্দলীয় তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা ক্যাম্প পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি পুনর্বহালের দাবির কর্মসূচিতে হামলা, আহত বেড়ে ৮ কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে : আইজিপি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সহ ১২৪ জনের নামে মামলা ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি পুনর্বহালের দাবির কর্মসূচিতে হামলা, আহত বেড়ে ৮

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি পুনর্বহালের দাবির কর্মসূচিতে হামলা, আহত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক :–

নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত এক কর্মসূচিতে হামলা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে এ পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। 

রাজধানীর মতিঝিলে আজ বুধবার বেলা ১১টার দিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করার কর্মসূচীতে হামলার ঘটনা ঘটে। দুপুর ২টা পর্যন্ত আহত অবস্থায় সাংবাদিকসহ ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। 

এ ঘটনায় আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য এবং ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র রুপাইয়া শ্রেষ্ঠা (২৪), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসাবা (২৬), রেংইয়াং (২৯), ধনযেত্রা (৩০), ঢাবির লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪), তনিচিরাং (৩০) ও ডিবিসির সাংবাদিক জুয়েল মার (৩৫)।

কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পর সেখান থেকে মতিঝিলে এনসিটিবির কার্যালয় ঘেরাও করতে যান তাঁরা। এসময় ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল এবং পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহাকে অপসারণের দাবিতে বিক্ষোভ চলছিল। এই কর্মসূচীতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষোভ চলাকালে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন হামলা চালায়।

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামের সংগঠনের কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শান্তিময় চাকমা অভিযোগ করে বলেন, ‘পাঠ্যবইয়ের আদিবাসী শব্দ পুনরায় লিখনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে মতিঝিলের এন্টিসিবির ভবনের সামনে আমরা যাই। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় স্টুডেন্ট মুভমেন্ট ফর সভরেন্টি নামের সংগঠনের অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে হামলা করে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মতিঝিলের এনসিটিবি ভবনের সামনে থেকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ নামের সংগঠনের সাতজন কর্মী আহত হয়েছেন। এছাড়া একজন সাংবাদিকও আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। বর্তমানে জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে এই আহত আটজনের চিকিৎসা চলছে।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। তবে ওই গ্রাফিতি বাতিলের দাবিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে সংগঠন আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ তা বাতিল করে। পরে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পরিবর্তন করে ‘বল বীর/ চির উন্নত/ মম শির’ লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়।

এ নিয়ে প্রতিবাদে নেমেছেন সংশ্লিষ্ট সংগঠনের শিক্ষার্থীরা। অন্যদিকে ‘আদিবাসী’ শব্দটি বাতিলের দাবিতে কর্মসূচি দেয়  ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’। পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের পাল্টাপাল্টি দাবি নিয়ে আজ বুধবার একই সময়ে একই স্থানে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের এ দুটি সংগঠনের।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com