আজ সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

Logo
News Headline :
কুলিয়ারচরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ইটভাটার মাটি পরিবহণের অপরাধে ২ টি ট্রাকের জরিমানা তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  ১৭ বছর বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে ইসি ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে: ফয়জুল করীম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১৫, আটক ৭ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমবারের মত পালিত হল *হারমোনি ফেস্টিভ্যাল মেলা* কার্যালয় ভাঙচুর, বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপিত 
নওগাঁর বদলগাছীতে ফুলকপির জোড়া ৫ টাকা।

নওগাঁর বদলগাছীতে ফুলকপির জোড়া ৫ টাকা।

সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ


সপ্তাহখানেক আগেও নওগাঁর বদলগাছী হাটখোলা খুচরা বাজারে ফুলকপি বিক্রি হয়েছিল প্রতি পিছ ২০-৩০ টাকা। অথচ শীতকালীন এই সবজির দাম কমে নেমেছে প্রতি পিছ ৩-৫ টাকায়। এছাড়াও সব ধরণের সবজির দামই এখন নিম্নমূখী। তবে উপজেলার সবজি চাহিদা মিটিয়ে দৈনিক প্রায় ১৫০ টন সরবরাহ হচ্ছে উপজেলার বাইরে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন তরকারির অভাব নেই। সেকারণে দামও একেবারে কমে গেছে। বদলগাছী বাজারের খুচরা তরকারি বিক্রেতা আবু হোসেন জানান, কয়েক হাট আগেও প্রতি কেজি বেগুনের দাম ছিল ৬০-৭০ টাকারও বেশি। এখন সব থেকে ভালো মানের বেগুন খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টমেটোর কেজি ৭০ থেকে নেমে ৪০-৫০ টাকা, সীম ৪৫-৫০ টাকা, বাঁধা কপি ১৫ টাকা ও ফুলকপির প্রতি পিছ ২০ টাকা থেকে নেমে ভালো মানেরটা বিক্রি হচ্ছে জোড়া ৫ টাকায়।

পাইকারি বাজারে মূল্য আরও কম। ক্রেতা নূরে আলম বলেন, শীতকালীন সবজির বাজারে এখন স্বস্তি নেমেছে। এক মাস আগের দামের তুলনায় এখন দাম সর্বনিম্ন। আলুর দামও কমেছে কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আরেক ক্রেতা রেজাউল ইসলাম জানান, তরকারির দাম অনেক কমে গেছে। নিম্নআয়ের মানুষরা এখন সবজি ক্রয় করে খেতে পারছেন।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, উপজেলায় শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। বরং উপজেলা থেকে দৈনিক গড়ে শুধুমাত্র ফুলকপি ১২০-১২৫ টন বাহিরে সরবরাহ হচ্ছে। এছাড়াও বাঁধা কপি, সিমসহ নানা ধরণের সবজি ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। উপজেলায় সবজি বাজার এখন একেবারেই নিম্নমূখী। এর থেকে নিচে নামলে কৃষক ক্ষতিগ্রস্থ হবে। কৃষকও যেন ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য বাজার ব্যবস্থাপনায় মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com