আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি’র আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান মায়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমুখ।
বক্তারা বিপ্লবী ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের আজকের দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে উদ্ধার করে নতুন রাষ্ট্রপ্রদান হিসেবে বাংলার জনগন বরণ করে নেন এবং তার পর থেকেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জাতীয়তাবাদী দলকে রাজনৈতিক দল হিসেবে গঠন করে পুরো বাংলাদেশে কার্যক্রম শুরু করেন, সেই থেকে বিএনপি বাংলাদেশের গণমানুষের আস্থার দল হিসেবে ভালোবাসা লাভ করে। বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে (আওয়ামী) স্বৈরাচারের বিদায় হলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে।
একইসাথে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে নির্বাচিত করে ভোলা ৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে দেওয়ার আহ্বান জানান। এসময়, উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।