আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ
চির নিন্দ্রায় শায়িত হলেন সাংবাদিক আবু সাঈদ। নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৮ বছর।
গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বদলগাছী উপজেলার চাংলা(ডাঙ্গিরকূল) গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।এছাড়াও তিনি কালের সংবাদের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।তার মৃত্যুতে বদলগাছী মডেল প্রেসক্লাব এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১. ৩০ মিনিট মরহুমের নিজ বাসভবন উপজেলার চাংলা (ডাঙ্গিরকুল) গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শাসিত করা হয়।