আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।
এসময় অপহরণকারীদের নিকট থেকে এক জিম্মি (২১) নারীকে উদ্ধার করা হয়। জাকারিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আর মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের বাসিন্দা জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ঐ নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে ৭/৮ জন তাকে তুলে নিয়ে যায়।
এক পর্যায়ে ঐ নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে ভুক্তোভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
এদিকে গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা ও ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটের ওপর দাঁড়িয়ে মানুষকে উস্কাতে দেখা যায়।