আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
এইচ এম বাবলু (পটুয়াখালী ) বাউফল প্রতিনিধি:-
ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সকাল( ১১টায় ) বাউফল উপজেলার কালাইয়া বন্দর বড় পুকুর পাড় থেকে স্থানীয় ছাত্রজনতার ব্যানারে মিছিলটি শুরু হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের সদস্যরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা চট্টগ্রাম জেলা আদালতে সন্ত্রাসীদের হামলায় আইনজীবী নিহত ও কয়েকজন আহতর ঘটনা এবং ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলেন। বক্তারা দাবি করেন, ইসকনের কর্মকাণ্ড মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানছে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে।
বিক্ষোভকারীরা সরকারের প্রতি ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ইসকনের কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ইসকনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।