আজ শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
আশিকুর রহমান শাওন :-
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদী উত্তরা এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী’ মনোভাব রয়েছে এমন অভিযোগ তুলে বক্তব্য প্রত্যাহারের জন্য উকিল নোটিশ পাঠানোর পর থেকে তার নাম আলোচনায় আসে।
ড. মমতাজ উদ্দিন আহমদ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কাপাসিয়া থেকে দুইবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী’ মনোভাব রয়েছে উল্লেখ করে উকিল নোটিশ পাঠান মমতাজ উদ্দিন আহমদ। নোটিশের কোনো উত্তর না পাওয়ায়, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরবর্তীতে, ২০১৬ সালের ২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলার অনুমোদন দেয়। অনুমোদনের চিঠি হাতে পাওয়ার পর ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।