আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করে

অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করে

নিজেস্ব প্রতিবেদক

ব্রণ সবচেয়ে পরিচিত ত্বকের সমস্যা। যা হরমোনের ভারসাম্যহীনতা, অতিরিক্ত তেল উৎপাদন, ছিদ্র বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাকটেরিয়া সংক্রমণের মতো কারণে ঘটে। যদিও এর জন্য অসংখ্য চিকিৎসা পাওয়া যায়, তবে অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক প্রতিকার প্রশান্তিদায়ক এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের কারণে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু অ্যালোভেরা কি সত্যিই ব্রণ দূর করতে সাহায্য করে? চলুন জেনে নেওয়া যাক-

ব্রণ কমাতে অ্যালোভেরার উপকারিতা

অ্যালোভেরা তার ত্বক-নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। গবেষণায় দেখা গেছে যে এটি ব্রণ-প্রবণ ত্বকের জন্য উপকারী হতে পারে। এতে পলিস্যাকারাইড, জিবেরেলিন এবং স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যা প্রদাহ কমাতে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলতে এবং ত্বকের নিরাময়ে সাহায্য করে।

১. প্রদাহ-বিরোধী প্রভাব

অ্যালোভেরায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ কমাতে সাহায্য করে। এতে ভিটামিন এ, সি এবং ইও রয়েছে যা ব্রণের কারণে সৃষ্ট ত্বকের জ্বালা প্রশমিত করতে সাহায্য করে। জার্নাল অফ ডার্মাটোলজিক্যাল ট্রিটমেন্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা জেল ব্রণের ক্ষতে প্রদাহ এবং লালচেভাব হ্রাস করে।

২. অ্যান্টিব্যাকটেরিয়াল এবং নিরাময়কারী বৈশিষ্ট্য

অ্যালোভেরা তার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং নিরাময়কারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এক গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা ব্রণর জন্য দায়ী ব্যাকটেরিয়া প্রোপিওনিব্যাকটেরিয়াম অ্যাকনেসের বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব ফেলে। অ্যালোভেরায় অ্যালোসিনের উপস্থিতি ব্রণ-পরবর্তী দাগ এবং দাগ হালকা করতেও সাহায্য করে।

৩. প্রচলিত চিকিৎসার সঙ্গে সম্মিলিত উপকারিতা

গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরা এবং ট্রেটিনোইন (একটি সাধারণ ব্রণ চিকিৎসা) এর সংমিশ্রণ শুধুমাত্র ট্রেটিনোইনের তুলনায় ব্রণের কমানোর প্রক্রিয়া আরও কার্যকরভাবে উন্নত করে। এটি প্রমাণ করে যে, অ্যালোভেরা ঐতিহ্যবাহী চিকিৎসার কার্যকারিতা বাড়াতে পারে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com