আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

Logo
News Headline :
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ
স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটে কল চলে আসত: শবনম ফারিয়া

স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটে কল চলে আসত: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক:-

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নামে একটি পোস্টের স্ক্রিনশট আজ সকাল থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল! ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সেই পোস্টে। বিষয়টি চোখে পড়া মাত্রই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফারিয়া। তিনি সেই স্ক্রিনশটটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত । আমি কোনও স্ট্যাটাস পোস্ট করিনি কোনও বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতিবিষয়ক! এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ।’

শবনম ফারিয়ার নামে ফেসবুকে যে স্ক্রিনশট ছড়িয়েছে, তাতে ঠিক এ রকম লেখা রয়েছে, ‘আজকে কিছু কথা বলতে চাই। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি নিরুপায়। আর চুপ করে থাকতে চাই না। ৫ আগস্ট আমরা যেই আশা নিয়ে দ্বিতীয় স্বাধীনতার জন্য উদ্‌যাপন করেছিলাম, সত্যিই কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? সেই আমরা তো ছাত্র-জনতার পক্ষে, সারা বাংলার মানুষের কথা চিন্তা করে রাস্তায় নেমেছিলাম। আমরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে রাস্তায় নামিনি। ছাত্র-জনতার আন্দোলনের নামে তাহলে কি আমাদের ধোঁকা দেওয়া হলো? একজন সমন্বয়ককে দেখলাম স্বীকার করে নিল, বিপ্লব সফল করতে মেট্রোরেলে আগুন দেওয়া, পুলিশ হত্যা এসব তাদের পূর্বপরিকল্পিত ছিল। আমার তো এখন সন্দেহ হচ্ছে, এত এত ছাত্র নিহত হলো, বারান্দায়, বাসার ছাদে নিষ্পাপ শিশুগুলো হত্যার শিকার হলো, এসব কি সত্যিই পুলিশের গুলিতেই হয়েছিল?

নাকি দেশবিরোধী কোনো অপশক্তির চক্রান্ত ছিল এগুলো? আজকের পরিস্থিতিতে আমরা কথা বলতে পারছি না। সামান্য ফেসবুকের একটি পোস্ট দুই–তিনবার কাটাছেঁড়া করতে হয়। শিল্পকলা একাডেমিতে আমার কলিগদের ওপর আক্রমণ করা হলো। এসব নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে, কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে না। আজ আমরা যাদের স্বৈরাচারী বলছি, তারা সত্যিই কি স্বৈরাচারী ছিল? গত ১৫ বছরে কখনো তো আমাকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। কেউ জয় বাংলা ধ্বনি দিলে তাকে নির্বিচার মারা হচ্ছে। জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের স্লোগান না। এটা মুক্তিযুদ্ধের পক্ষের সকলের স্লোগান।’

যে কুচক্রী মহল এই কাজটি করেছে তাদের উদ্দেশ্যে ফারিয়া নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে!’

শবনম ফারিয়া সেই পোস্টে এও লিখেছেন, ‘আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি, তারা প্লিজ খুশি হবেন না। আবার লিখছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই! গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে!’

সবশেষে শবনম ফারিয়া লিখেছেন, ‘স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটে কল চলে আসত, “আপা ডিলিট করেন, সমস্যা হবে।” অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ-সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেটা রাখার সাহসও রাখি।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com