আজ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

Logo
News Headline :
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত, আহত-২ যুবলীগ নেতা মাসুক গ্রেফতার দ্বিতীয়বারের মতো ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন তরুণ ও প্রতিবাদী সাংবাদিক মুজাহিদ হোসেন পিরোজপুরে বেদখল হয়ে যাওয়া সরকারি খাল উদ্ধারে ইউএনও’র অভিযান   কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। দখলকৃত সব নদী-খাল ভূমিদূস্যদের কাছ থেকে উদ্ধারের দাবি রাইট টক বাংলাদেশের মানববন্ধন করে মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবি ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল  পুলিশের মাসিক কল‍্যান সভায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ডিবির অভিযানে ঢাকায় গ্রেফতার
সৃজিত-মিথিলার সংসার ভাঙার গুঞ্জন

সৃজিত-মিথিলার সংসার ভাঙার গুঞ্জন

বিনোদন ডেস্ক:-

কখনো দূরত্ব ভালোবাসা বাড়ায়, আবার দূরত্ব নাকি বিচ্ছেদের বাহানাও খোঁজে। নতুন করে গুঞ্জন উঠেছে, এমনটাই নাকি হতে যাচ্ছে দুই বাংলার দুই জনপ্রিয় মুখ রাফিয়াত রাশিদ মিথিলা-সৃজিত মুখার্জির ক্ষেত্রে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টলিপাড়ার অন্দরে এখন জোর চর্চা, সত্যিই নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। বহুদিন ধরেই আলাদা থাকছেন মিথিলা ও সৃজিত। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়, স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন কাটাঁতারের দুইপ্রান্তে। একজন বাংলাদেশে, অন্যজন কলকাতায়।  যদিও এখনো এই বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি।

বলা হয়েছে, বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে বছর খানেক কলকাতাতে থিতু হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। কিন্তু সেসব এখন অতীত। আইরাকে ফের বাংলাদেশে ফিরিয়ে এনেছেন মিথিলা। ভর্তি করিয়েছেন এখানকার স্কুলে। বর্তমানে মায়ের পরিবারের সঙ্গেই থাকছেন মিথিলাকন্যা।  

ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সূত্র : আজকাল।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com