আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:-
ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করার সময় আহত হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুটিং ফ্লোরের একটি দরজার সঙ্গে তার চোখের ঠিক ওপরে আঘাত লাগে বলে জানা গেছে।
পরিচালক মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে। এরপর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।
মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। সিনেমার পরিচালক বলেন, একটি দৃশ্য ছিল এমন- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব খান। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিবের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দেওয়া হয়। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।
‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেল ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে পর্যন্ত শুটিং চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
এতে শাকিবের বিপরীতে রয়েছে ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’। একসঙ্গে ২০টি দেশে সিনেমাটি মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।